মাদারীপুর-১

প্রচারে সরব বিএনপির লাভলু সিদ্দিকী

মাদারীপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৪:৩২

মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী নিরবিচ্ছন্নভাবে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলার সন্ন্যাসীরচর এলাকায় বিএনপির ইউপি সভাপতি গিয়াস উদ্দিন মৃধার বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী দাবি করেন, ‘সাধারণ মানুষের মাঝে একটি আতঙ্ক রয়েছে, ভোট হবে কি না, ভোটকেন্দ্রে যেতে দেয়া হবে কি না? যত ধরনের বাধা আসুক, হুমকি আসুক, সব কিছু মোকাবেলা করে মাঠে থাকব।’ নিরপেক্ষ ভোট হলে বিএনপি এই আসনে জিতবে বলে দাবি করেন তিনি।

লাভলু সিদ্দিকী বলেন, ‘মাদারীপুর-১ আসনের জনগণ আওয়ামী লীগের জন্য তাদের ন্যায্য কথা বলতে পারছে না। এই এলাকায় চেয়ারম্যান-মেম্বার কোনো নির্বাচন হয় না, নিজেদের মতো করে তারা জনপ্রতিনিধি বানাচ্ছেন। সাধারণ মানুষ তার গণতন্ত্র রক্ষায় ভোট দিতে চায়, কিন্তু পারে না। বিএনপি জাতীয় নির্বাচনে মাঠে নেমেছে বলেই আওয়ামী লীগ সমর্থন-কর্মীরাও বিএনপির ভয়ে মাঠে ভোট চাচ্ছেন। আমাকে তৃণমূল মানুষেরা ভালোবেসে ভোট দিয়ে জয়যুক্ত করবে।’

গিয়াস উদ্দিন মৃধার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাখাওয়াহ হোসেন নান্নু মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মৃধা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, পাঁচ্চর ইউপি যুবদল সভাপতি লোকমান বেপারীসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মী।

শিবচর পৌরসভাসহ ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-১ আসনে মোট ভোটার দুই লাখ ৩২ হাজার ৮০৪ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ২১ হাজার ৪৬ জন, আর নারী ভোটারের সংখ্যা এক লাখ ১১ হাজার ৭৫৮ জন।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

উপজেলা ভোটের মাঠে বিএনপির তৃণমূল নেতারা

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ: বিএনপির ৬৪ নেতাকে শোকজ

ভোটের মাঠ থেকে স্বজনদের সরাতে পারেননি আ.লীগের মন্ত্রী-এমপিরা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

এই বিভাগের সব খবর

শিরোনাম :