নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে সরকার: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৭:১০
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সারাদেশে নৌকাডুবির আওয়াজ উঠেছে টের পেয়েই নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে সরকার। নৌকার পতনের ক্ষণগণনা চলছে। এজন্যই সরকার ভোট থেকে পালানোর নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের নির্বাচনে অংশগ্রহণে চরম দুশ্চিন্তায় পড়ে গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এজন্যই প্রশাসনকে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার অশুভ চেষ্টা চালাচ্ছে সরকার।

গত ৮ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের বিরুদ্ধে ১৫৮টি মামলা ও ২ হাজার ৪১৫ জনকে গ্রেফতারের অভিযোগ করে রিজভী বলেন, ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে মামলার সংখ্যা ১৫টি ও গ্রেফতার হয়েছেন ৪২৫ জন।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপির এই নেতার আশঙ্কা, নির্বাচনের ৫ দিন আগে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এই সময়ের মধ্যে তারা আওয়ামী চেতনায় সাজানো আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচনী মাঠ বিরানভূমিতে পরিণত করবে।

তিনি বলেন, ‘তবে আমরা সকল বাধা অতিক্রম করে নির্বাচনের দিন পর্যন্ত ভোটের লড়াই করে যাবো। জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণই আমাদের শক্তি।’

‘সময় এখন জনগণের। অব্যাহত মামলা-হামলা, গুম-খুন, দুর্নীতি ও বিরুদ্ধে জনগণের রায় প্রতিফলিত হবে। আমরা নিশ্চিত, এবার সরকারি সকল বাধা অতিক্রম করে সারাদেশে সাহসী জনতা ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবেই।’ বন্ধ করে দেওয়া ৫৪টি নিউজ পোর্টাল অনতিবিলম্বে খুলে দিতে নির্বাচন কমিশনের কাছে দাবি করেন রিজভী।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এসআর/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :