বাবাকে ভোট দেবেন না ইরাদ সিদ্দিকী

ইফতেখার রায়হান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৫

গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীকে ভোট না দেওয়ার ঘোষণা দিয়েছেন তার ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী। বলেছেন, তিনি প্রচার চালাচ্ছেন বাবার পক্ষে, কিন্তু ভোট দেবেন নৌকায়।

স্থানীয় একজন সাংবাদিকের সঙ্গে ইরাদের মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও রেকর্ড ফেসবুকে ভাইরাল হয়েছে। এ সময় তিনি বলেন, ‘আপনি কি মনে করেন আমি আমার পিতার রাজনৈতিক ভাগীদার? আপনি কি মনে করেন আমি আমার ভোটটা বিএনপিকে দেব?’

ইরাদ সিদ্দিকী নিজেকে ঢাকার শ্যাডো মেয়র হিসেবে ফেসবুকে ঘোষণা দিয়ে বেড়ান। নানা সময় বেফাঁস মন্তব্যের কারণে তিনি আলোচনায় এসেছেন। ২০১২ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। সংবাদ সম্মেলন করে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে মনোনয়ন দেওয়ার বিনিময়ে পাঁচ কোটি টাকা চেয়েছেন। এরপর ইরাদ ও তার বাবা দল থেকে বহিষ্কৃত হন। তবে সম্প্রতি তানভীরকে দলে ফিরিয়ে মনোনয়ন দিয়েছে বিএনপি।

ইরাদ বলেন, ‘আমার পিতা বিএনপি করতে পারে, আমি আওয়ামী লীগ করতে পারি। আমিও মেয়র প্রার্থী ছিলাম। এখন আমার পিতার আশেপাশে হুমায়ুন কবির খান, মেয়র মজিবুর রহমানের মতো লোক আছে, যারা কালিয়াকৈরকে লুটপাট করেছে গত ১০ বছর।’ ‘সাবেক মেয়র মজিবর তো বাংলাদেশের ছোট ছোট শহরের লুটতরাজদের মধ্যে একজন। সে আওয়ামী লীগের মেয়র ছিলেন, আওয়ামী লীগ তাকে ব্যবহার করেছে। এখন তারা বিএনপির কাজ করছে।’

তানভীর সিদ্দিকী জিততে পারবেন না বলেই মনে করেন ইরাদ। বলেন, ‘আমার পিতার যখন যৌবন ছিল, আমার পিতার যখন গায়ে জোর ছিল, তখন সবাই রহমত আলীকে ভোট দিয়েছে। শ্রীপুরের লোক ভোট দিয়ে এমপি বানিয়েছে। এখন আমার পিতার বয়স ৮০। উনি হয়ত সংসদের পুরো মেয়াদও শেষ করতে পারবেন না।’

‘আমি আমার ভোটটা আমার পিতাকে দেব না। আমার কথাটা বুঝতে পারছেন? এখানে আ ক ম মোজাম্মেলের আশেপাশে যারা আছে সেখানে মজিবুরের মতো, হুমায়ুনের মতো কেউ নাই। এখানে তানভীর সিদ্দিকির পাশে এমন সব খারাপ খারাপ লোকরা আছে যারা কালিয়াকৈর শিল্প এলাকায় চাঁদাবাজি করেছে। নামকরা সব চাঁদাবাজরা তানভীর আহমেদ সিদ্দিকীর পাশে আছে।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই আসনে নৌকা নিয়ে লড়াই করছেন। তিনি নিজেও অস্ত্র হাতে যুদ্ধ করেছেন ১৯৭১ সালে। তার ভূয়সী প্রশংসাও করেন ইরাদ। বলেন, ‘আ ক ম মোজাম্মেল একজন রাষ্ট্রীয় বীর।... আমি আমার পিতার প্রচারণা চালিয়ে যাচ্ছি, কিন্তু সুস্পষ্টভাবে জেনে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সমর্থন করি না। আমার পিতা জন্য আমি সন্তান হিসেবে যতটুকু কর্তব্য, এর বাইরে আমার পিতার যেই পতিতাগুলো আছে, যে সমস্ত খারাপ লোক নিয়ে তিনি চলেন তাদেরকে আমি সমর্থন করি না। আমার ভোটটা আমি আ ক ম মোজাম্মেলকেই দেব।’

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :