শ্রীলঙ্কার কাছে হেরে স্বপ্নভঙ্গ টাইগারদের

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৯ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ২০:২২

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৪ উইকেটে পরাজিত হয়েছে  বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ফাইনালে লঙ্কানদের প্রতিপক্ষ ভারত, যারা প্রথম সেমিতে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। 

বৃহস্পতিবার কলম্বোতে টস হেরে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতেই ২৩৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। সর্বোচ্চ ৭২ রান করেন ওপেনার মিজানুর রহমান। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান আসে ইয়াসির আলীর ব্যাট থেকে। অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন করেছেন ৩৯ রান।

শ্রীলঙ্কার পক্ষে ৩০ রান খরচায় ৩টি উইকেট নেন অফস্পিনার শেনান জয়াসুরিয়া। এছাড়া ডানহাতি পেসার আসিথা ফার্নান্দো দখল করেন ২ উইকেট।

২৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৭ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। ছয় নম্বরে ব্যাট করতে নামা কামিন্ডু মেন্ডিসের হার না মানা ৯১ রানে ভর করে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।

(ঢাকাটাইমস/১৩ ডিসেম্বর/এবিএ)