ফেনীতে নিজাম হাজারীর নির্বাচনী জনসভা

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ১৯:০০

ফেনী প্রতিবেদক, ঢাকাটাইমস

জমে উঠছে ফেনী-২ (সদর) আসনে নৌকার প্রচার প্রচারণা। বৃহস্পতিবার সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে নির্বাচনী জনসভা করেছেন এই আসনে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমির উদ্দিন ভূঞার  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক তপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্যাহ বি.কম।

এছাড়া বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল আহম্মদ হাজারী, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সদর উপজেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন, জেলা কোষাধ্যক্ষ আলহাজ্ব ফোরকান চৌধুরী, সদস্য মো. নূরের নবী ভূইয়া রাজু, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী বলেছেন, আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী হয়েছি। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে নৌকার প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে সবার প্রতি সমান আচরণ করবো। নির্বাচিত হলে আমি সকল দলের সবার এমপি হতে চাই। সবার জন্য সমান কাজ করতে চাই।

নিজাম হাজারী আরো বলেন, আজ স্ত্রী-কন্যা সন্তানকে নিয়ে এসেছি ভোট ভিক্ষা চাওয়ার জন্য। আশা করি খালি হাতে ফেরাবেন না। আপনারা আমাকে দয়া করে একটা ভোট ভিক্ষা দেন, সারাজীবন কৃতজ্ঞ থাকবো। আমি আশা করি আগামীতেও আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি প্রত্যেকটি মানুষ মিলেমিশে নিরাপদে থাকতে পারে, পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে বসবাস করতে পারে সেটা শতভাগ নিশ্চয়তা দিতে চাই।

অপরাপর বক্তারা ফেনীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

একইদিন বিকালে সদর উপজেলার শর্শদী ইউনিয়নের নির্বাচনী জনসভায় শরিষাদী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/ইএস