চট্টগ্রাম-৯ আ.লীগের প্রধান নির্বাচনী কেন্দ্র উদ্বোধন

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ১৯:০২

চট্টগ্রাম ব্যুারো, ঢাকাটাইমস

চট্টগ্রাম-৯ আসনের ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের প্রধান নির্বাচনী কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মহানগর যুবলীগের সদস্য তারেক সুলতানের সঞ্চালনায় ও সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শামসুল হক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাজ্বী শফিকুল ইসলাম, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলী নেওয়াজ, মো. মুসা এম এ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শফিউল ইসলাম শামীম, আফজাল খান, সাইফুল, যুবলীগ নেতা তরিকতুল ইসলাম রানা, টিপু সোলতান, অভিজিৎ দে ঝুমুর, ফখরুল হাসান ফরহান, এস.এম. ছমদ, আবুল কালাম, আবদুল হালিম, রাসেল, বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক বেলাল চৌধুরী, আইন কলেজ ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আবদুল খালেক সোহেল, ছাত্রলীগ নেতা আবদুর রহিম রুবেল, সাজ্জাদ শাহ্, পিয়াস কান্তি দাশ, ফয়সাল, আশিকুর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এলএ)