ক্ষমতায় ফিরলে পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু: প্রধানমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিবেদক
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৪

আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়ার ট্রাক টার্মিনালে এক পথসভায় বক্তৃতাকালে তিনি এই আশ্বাস দেন।

শেখ হাসিনা বলেন, ‘গত দশ বছরে দেশের মানুষের নানা চাহিদা এই সরকার পূরণ করেছে। বাংলাদেশের মানুষ এখন আর দুর্বল না। তারা নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করছে। মাওয়া-কেওড়াকান্দিতে প্রথম পদ্মা সেতুর কাজ শেষের পথে। আবার ক্ষমতায় ফিরলে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু করব।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের জনগণ আমাকে আর একবার সেবা করার সুযোগ দিলে প্রতিটি গ্রাম হবে শহর। গ্রামেই মিলবে শহরের সব ধরণের নাগরিক সুযোগ সুবিধা। যেকোনো কাজে কষ্ট করে আর শহরে ছুটতে হবে না।’

উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। গত ১০ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে সেটার বিচার আপনারা করবেন। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার বিজয়ী করুন।’

বক্তব্য শেষে শেখ হাসিনা রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী কেরামত আলী এবং রাজবাড়ী-২ আসনের প্রার্থী জিল্লুল হাকিমকে উপস্থিত সর্বসাধারণের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

ঢাকা টাইমস/১৩ ডিসেম্বর/প্রতিবেদক/এএইচ

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :