শেখ হাসিনা মায়ের মত: ফেরদৌস

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ২১:১২ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তেমনি শেখ হাসিনার কাছেও বাংলাদেশ তাই। এই কথা বলে চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস ভোট চেয়েছেন নৌকা মার্কায়। আরেক অভিনেতা রিয়াজ বলেছেন, প্রধানমন্ত্রীর হাতে জাদুর কাঠি আছে। তিনিই পারেন দেশকে এগিয়ে নিতে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে গোপালগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে গতকাল বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন রূপালী পর্দার দুই নায়কও।
এবারের জাতীয় নির্বাচনের প্রচারে আওয়ামী লীগ ব্যাপকভাবে তারকাদের ব্যবহার করছে। বুধবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনী সমাবেশে যোগ দেন রিয়াজ ও ফেরদৌস। তারা টুঙ্গীপাড়াতেই রাত যাপন করেন।

ফেরার পথে ফরিদপুরের দুই স্থানে, রাজবাড়ী, মানিকগঞ্জের দুই এলাকা, ঢাকার ধামরাই এবং সাভারে পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। প্রতিটি জনসভাতেই ছিলেন জনপ্রিয় দুই নায়ক।

ফেরদৌস বলেন, ‘মায়ের কোলে যেমন শিশুরা নিরাপদে থাকেন, তেমনি শেখ হাসিনা কাছে বাংলাদেশ নিরাপদ থাকবে। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে, যাতে দেশের নেতৃত্বে বঙ্গবন্ধুর কন্যাই থাকেন।’

রিয়াজ বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কারণ দেশের উন্নয়নের যাদুর কাঠি রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই। তিনি সবাইকে হারিয়ে শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই এবারের ভোট শেখ হাসিনার পক্ষে, নৌকার পক্ষে, স্বাধীনতার পক্ষেই হোক, বিজয়ী হোক।’