যুবলীগ নেতা হত্যার আসামি বিএনপির ৩৬১ জন

নোয়াখালী প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৮, ২৩:২৪
নিহত যুবলীগ নেতা মোহাম্মদ হানিফ

নোয়াখালীর সদরে যুবলীগ নেতা মো. হানিফ হত্যার ঘটনায় বিএনপির সাড়ে তিনশ জনেরও বেশি নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। এই ঘটনায় গত ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ১০ জন।

বৃহস্পতিবার এওজবালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন বাদী হয়ে সুধারাম থানায় এ মামলা দায়ের করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মামলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহানকে প্রধান আসামি ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহিম রিজভীকে দ্বিতীয় আসামি করে ৩৬১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো একাধিক আসামি করা হয়েছে।

গত মঙ্গলবার বিকালে নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের নুর পাটোয়ারিহাটে বিএনপি মিছিল থেকে হামলা চালিয়ে ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফকে হত্যা করা হয়। তার মাথা থেঁতলে এবং গুলি করে হত্যা করা হয়।

বুধবার বিকালে ওই ইউনিয়নের দক্ষিণ শুল্লকিয়া গ্রামে হানিফের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :