সেনাবাহিনী মাঠে নামবে ২৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৫২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ২৪ ডিসেম্বর সেনাবাহিনী মাঠে নামবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। সেনাসদস্যদের ২ জানুয়ারি মাঠ থেকে তুলে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব।

ইসি সচিব বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২২ ডিসেম্বর নামানো ও ২ জানুয়ারি বিজিবি ওঠানোর বিষয়ে প্রস্তাব উঠেছে। শনিবার বিষয়টি চূড়ান্ত করা হবে।

ভোটের দিন সাংবাদিকের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে না জানিয়ে ইসি সচিব বলেন, অনিবন্ধিত বা নামসর্বস্ব গণমাধ্যমের বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ভোটের দিন অনিবন্ধিত বা নামসর্বস্ব গণমাধ্যমের বিষয়ে নির্বাচন কমিশন কঠোর থাকবে। অপর সাংবাদিকদের নিয়ম মেনে করতে হবে। ভোটকেন্দ্রে বুথের ভেতর ঢুকে সরাসরি সম্প্রচার করা যাবে না।

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার ছবির বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীনের কাছে জানতে চান সাংবাদিকরা। এসময় তিনি বলেন, বিএনপি খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবে কি পারবে না, এটা নিয়ে আইনি ব্যাখ্যা দরকার। তবে বিএনপির নিবন্ধিত শরিক যারা আছে। তারা খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবে না। তারা তাদের দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবে।

ঢাকা টাইমস/১৪ডিসেম্বর/ওআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :