ইউরোপা লিগ থেকে ছিটকে গেল মিলান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১০:৩২ | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৮, ১০:২৬

ইউরোপা লিগে বৃহস্পতিবার রাতে কারাবাখকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। এই জয়ে ‘ই’ গ্রুপের সেরা দল হিসেবেই দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়েছে ইংলিশ জায়ান্টরা। তবে অলিম্পিয়াকোসের কাছে ৩-১ গোলের বড় ব্যবধানে হেরে আসর থেকে ছিটকে গেছে এসি মিলান।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের হয়ে ১৬ মিনিটে জয়সূচক গোলটি করেছেন ফরাসি স্ট্রাইকার আলেকজান্দার ল্যাকাজেতে। ৬ ম্যাচে ৫ জয় আর এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল উনাই এমেরির দল। ‘ই’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে স্থান করে নিয়েছে স্পোর্টিং লিসবন।

গ্রীক ক্লাব অলিম্পিয়াকোসের মাঠে ৬০ থেকে ৬৯- এই নয় মিনিটের মধ্যে দুই গোল হজম করে বসে এসি মিলান। ৭১ মিনিটে ব্যবধানটা কমিয়ে এনেছিলেন ক্রিশ্চিয়ান জাপাতা। কিন্তু ৮১ মিনিটে অলিম্পিয়াকোস তৃতীয় গোল করলে ম্যাচে ফেরার সম্ভাবনা শেষ হয়ে যায় ইতালিয়ান জায়ান্টদের।

৬ ম্যাচে সমান ১০ পয়েন্ট অলিম্পিয়াকোস আর মিলানের। কিন্তু গোল গড়ে এগিয়ে ইউরোপার দ্বিতীয় রাউন্ডে উতরে গেছে অলিম্পিয়াকোস। এই গ্রুপ থেকে সেরা দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে গেছে স্পেনের রিয়াল বেটিস।

(ঢাকাটাইমস/১৪ ডিসেম্বর/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :