চব্বিশ পরগনায় সাংসদের গাড়িতে হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:০৫

পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় এক তৃণমূল সাংসদের গাড়িতে গুলি ও বোমা হামলায় তিন জন নিহত হয়েছেন। ঘটনার সময় গাড়িতে না থাকায় বেঁচে গিয়েছেন সাংসদ বিশ্বনাথ দাস। এ ঘটনায় চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন তৃণমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী।

বৃহস্পতিবার রাতে সভায় অংশ নিতে দুই সঙ্গীকে নিয়ে গাড়িতে বেরিয়ে পড়েন বিশ্বনাথ। বিশ্বনাথকে বহরু নামিয়ে দেওয়ার পর গাড়িটি নিয়ে জয়নগরের দিকে এগিয়ে যান তার দুই সঙ্গী সইফুদ্দিন খান ও সেলিম খান। পেট্রোল পাম্পের কাছে পৌঁছাতেই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা ও গুলি করতে থাকে দুষ্কৃতীরা। হামলায় গাড়ির চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে রয়েছেন সাংসদের গাড়ির চালক মনিরুদ্দিন হক মোল্লা ওরফে সেলিম খান ওরফে বাবু (৩৫) এবং পাম্পে থাকা তৃণমূলের জয়হিন্দ বাহিনীর জয়নগর শাখার সভাপতি সারফুদ্দিন খান (৩০)। নিহত তৃতীয় জনের নাম আমিন আলি সর্দার। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তিনি কাজের জন্য সারফুদ্দিনের কাছে এসেছিলেন।

বিশ্বনাথের দাবি, তাকে হামলা করতেই এসেছিল দুষ্কৃতীরা। এর পিছনে বিরোধীরা জড়িত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঢাকা টাইমস/১৪ডিসেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :