ইসি ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৮, ১২:৫১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) আজকে ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে। তারা শুধু সুন্দর সুন্দর কথা বলতে পারেন, বিব্রতবোধ করতে পারেন। নির্বাচন কমিশনের নিজস্ব জনবল না থাকায়, তাদের সরকারের ওপর নির্ভর করতে হচ্ছে। আর সে কারণে তাদের নিরপেক্ষ থাকা সম্ভব হচ্ছে না।’

বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, বিএনপির অপর নেতা-কর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বিএনপি মহাসচিব বলেন, দেশে যে সংকট চলছে সেটা হচ্ছে আস্থার সংকট। এই সরকার অনেক কিছু করছে, করতে পারছে। কিন্তু আস্থার সংকট দূর করতে পারছে না।

বলেন ‘আপনারা দেখেন একদিকে নির্বাচন চলছে। অথচ সরকার এবং সংসদ এখনো সচল রয়েছে। (গভমেন্ট ইজ দেয়ার, পার্লামেন্ট ইজ অলসো দেয়ার)। এ অবস্থায় আমরা যারা নির্বাচন করছি তারা অসহায় হয়ে পড়েছি।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সচেতনভাবে উচিত ছিলো নির্বাচন প্রক্রিয়াটাকে এমন একটা জায়গায় নেওয়া যাতে করে একটা জনগণের আস্থা সৃষ্টি হয়। আমরা যেটা বার বার বলে এসেছি। দেয়ার শুড বি ডায়ালগ। ডায়ালগ হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। আমরা সবাইতো তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম। কিন্তু কাজের কাজ হযনি।’

এসময় তার গাড়িবহরে হামলার জানতে চান সাংবাদিকরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নৌকা মার্কার প্রার্থী যে কথাগুলো বলেছেন সেগুলো সঠিক না।

‘গাড়ী ভাঙলো আমাদের অথচ মামলা হলো আমাদেরই নামে। আজকে শুনলাম আমি। আমি নিজে ডিসির সঙ্গে কথা বলেছি, এসপির সাথে কথা বলেছি। আমি জানিয়েছি যে আমি বেগুনবাড়ী যাচ্ছি। পুলিশ থাকার পরও এ হামলার ঘটনা ঘটেছে।’

ভোট যদি মানুষ দিতে পারে তাহলে তো পরিবর্তন অবশ্যম্ভাবী বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা টাইমস/১৪ডিসেম্বর/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দুর্নীতি ও ভোটাধিকার হরণ ছাড়া আ.লীগের আর কোনো অর্জন নেই : এবি পার্টি

‘দেশে ইসলামবিদ্বেষী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

ক্ষমতাসীনদের কেউ ভালো নেই: গয়েশ্বর

সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: গণতন্ত্র মঞ্চ

ইফতার পার্টিতে আল্লাহ-রাসুলের নাম না নিয়ে আ.লীগের গিবত গায়: প্রধানমন্ত্রী

বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই: ওবায়দুল কাদের

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বন্ধু রাষ্ট্রের সহযোগিতা চাইলেন মঈন খান

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী: আ.লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

জবি শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ 

শিক্ষা ব্যবস্থার সর্বস্তরে কুরআনের শিক্ষা চালু করতে হবে: মুজিবুর রহমান

এই বিভাগের সব খবর

শিরোনাম :