মিরাজের দ্বিতীয় আঘাত, ফিরলেন ব্রাভো

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৩:১২ | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৩:০৪

বাঁহাতি ডারেন ব্রাভোকে সরাসরি বোল্ড করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দিয়েছেন মেহেদী মিরাজ। এর আগে ওপেনার চন্দরপলকে তুলে নিয়েছিলেন তিনি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভারে ২ উইকেটে ৬০ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ৩৭ আর মারলন স্যামুয়েলস ১ রানে ব্যাট করছেন।

সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।

ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ৩৩টি ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ১০টিতে, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ২১টিতে। বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সিরিজের হিসাব করলে ওয়ানডেতে ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত তিনটি সিরিজ জয় করেছে। সর্বশেষ ক্যারিবীয় সফরে ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

সিরিজ জয়ের পাশাপাশি সিলেটের এই ম্যাচটি বাংলাদেশের জন্য আরেকটি কারণে গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে সিলেটের ম্যাচটি হতে পারে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজার দেশের মাটিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ। কারণ ২০১৯ সালের মে-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপ খেলে অবসরে যেতে পারেন মাশরাফি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর দেশের মাটিতে বাংলাদেশের আর কোনো সিরিজ নেই।

(ঢাকাটাইমস/১৪ ডিসেম্বর/এসইউএল/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :