টি-টোয়েন্টি দলে মিঠুন-সাইফউদ্দিন, বাদ সাব্বির

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৪:৩২ | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৪:২১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য শুক্রবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল জুলাইয়ে ক্যারিবীয় সফরে টি-টোয়েন্টি দলে থাকা ব্যাটসম্যান সাব্বির রহমান, পেসার আবু জায়েদ রাহি এবং স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত বাদ পড়েছেন। জায়গা পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন আর পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

সাকিব আল হাসানের নেতৃত্বে আগামী ১৭ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম টি- টোয়েন্টি। ২০ ও ২২ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে শেষ দুটি ম্যাচ।

১৪ সদস্যর বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার, আরিফুল হক।

(ঢাকাটাইমস/১৪ ডিসেম্বর/ এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :