রাজশাহীতে জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৭০

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৪:৫১

রাজশাহী জেলা জামায়াতের আমিরসহ ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে জেলা পুলিশ ৩২ জন ও নগর পুলিশ ৩৮ জনকে গ্রেপ্তার করে। নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা (পূর্ব) জামায়াতের আমির মকবুল হোসেনকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে পুঠিয়া থেকে।

জেলা পুলিশের মুখপাত্র আব্দুর রাজ্জাক খান জানান, শুক্রবার ভোরে পুঠিয়া থানার পুলিশ উপজেলার জামিরা গ্রামের নিজ বাড়ি থেকে জামায়াত নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করে। নির্বাচন ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এছাড়া আরও ৩১ জনকে নানা অপরাধে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

এদিকে শুক্রবার ভোরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ অভিযানে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরএমপির মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে বেশকিছু পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার হয়েছে। আর আটক সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা টাইমস/১৪ডিসেম্বর/আরআর/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :