সিইসির বক্তব্যই গভীর ষড়যন্ত্র: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৬:৫২

বিভিন্ন এলাকায় নির্বাচনী সহিংসতার বিষয়টি চক্রান্ত কি না, এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বক্তব্যেই ষড়যন্ত্র দেখছে বিএনপি। দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বলেছেন, সিইসি নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন চাইলে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী নামাতে পারতেন সিইসি।

শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। বলেন, সরকারের নির্দেশে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে ফেরার পথে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের গাড়িতে হামলা হয়েছে।

গত সোমবার নির্বাচনী প্রচার শুরুর পর থেকেই বিভিন্ন আসনে সহিংসতার ঘটনা ঘটেছে। ফরিদপুরে আওয়ামী লীগ নেতা, নোয়াখালীতে যুবলীগ নেতা এবং

পাবনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা করা হয়েছে। প্রতিটি ঘটনাতেই নাম এসেছে বিএনপির।

আবার একাধিক এলাকায় বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে নাম এসেছে আওয়ামী লীগের। আর এসব ঘটনায় সিইসি মর্মাহত এবং বিব্রত বলে জানিয়েছেন। আর এর পেছনে কোনো তৃতীয় শক্তি কাজ করছে কি না, সেটি খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তার আশঙ্কা ২০১৪ সালের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে একটি শক্তি।

এর মধ্যে সামাজিক মাধ্যমে কথিত আইএস এজেন্টের সঙ্গে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের কথোপকথনের অডিও রেকর্ড প্রকাশ হয়েছে। যদিও মোশাররফ একে বানোয়াট বলে দাবি করেছেন।

রিজভী বলেন, ‘নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে প্রধান নির্বাচন কমিশনার তৃতীয় কোনো শক্তির ষড়যন্ত্র বলে তার বক্তব্যে উল্লেখ করেছেন। হঠাৎ তার এই বক্তব্য গভীর সন্দেহজনক ও ষড়যন্ত্রমূলক বলে প্রতীয়মান হচ্ছে।’ ‘সিইসি নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন চাইলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি (বিচারিক) ক্ষমতা দিয়ে মাঠে নামাতে পারতেন, কিন্তু নামাননি। সরকারের নির্দেশে সেনাবাহিনীকে দর্শক হিসেবে রাখারই চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন।’

‘পুলিশ ও প্রশাসন ইসির সম্পূর্ণ নিয়ন্ত্রণে। পুলিশ ভোটের মাঠে এখন আওয়ামী লীগের লেঠেল বাহিনীর রুদ্রমূর্তিতে অবতীর্ণ হয়েছে। তাহলে কেন এই অকল্পনীয় সহিংসতা ও পাইকারি গ্রেপ্তারের দায় সিইসি নিজে না নিয়ে এখন তৃতীয় শক্তির ষড়যন্ত্রের কথা বলছেন, তা রহস্যজনক দুরভিসন্ধি।’ রিজভী বলেন, ‘মানুষকে ভুলিয়ে-ভালিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার ব্যর্থ পরিকল্পনায় তারা বেসামাল হয়ে পড়েছে। এমন কোনো গভীর চক্রান্তে আওয়ামী সরকারই মেতে আছে, যা তারা নিজের মুখে না বলে সিইসির মুখ দিয়ে বলাচ্ছে।’

‘বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় ফরমায়েসী রায়ের মাধ্যমে সাজা দিয়ে এবং জাতীয় ঐক্যফ্রন্টের কোনো দাবি না মেনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আরেকবার ২০১৪ সালের মতো জাতির সাথে প্রতারণাপূর্ণ আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতার মসনদে থেকে যাওয়ার পাঁয়তারা করছে।’

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সাকিবের বিএনএমে যোগ দেওয়ার বিষয়ে কিছু জানি না: ওবায়দুল কাদের

বিএনপির কেন্দ্রীয় তিন নেতার পদোন্নতি

দুর্নীতি ও ভোটাধিকার হরণ ছাড়া আ.লীগের আর কোনো অর্জন নেই : এবি পার্টি

‘দেশে ইসলামবিদ্বেষী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

ক্ষমতাসীনদের কেউ ভালো নেই: গয়েশ্বর

সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: গণতন্ত্র মঞ্চ

ইফতার পার্টিতে আল্লাহ-রাসুলের নাম না নিয়ে আ.লীগের গিবত গায়: প্রধানমন্ত্রী

বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই: ওবায়দুল কাদের

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বন্ধু রাষ্ট্রের সহযোগিতা চাইলেন মঈন খান

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী: আ.লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :