ম্যাচসেরা মিরাজ কৃতিত্ব দিলেন অধিনায়ককে

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৮, ২১:১৯

ক্যারিবীয়দের বিপক্ষে আট উইকেটের বিশাল জয় দিয়ে শেষ হলো বছরের শেষ ওয়ানডে সিরিজ। ২০১৫ সালের পর এবারই ওয়ানডেতে টানা তৃতীয় শিরোপা ঘরে তুলল মাশরাফির দল। সিলেটের অভিষেক ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন স্পিন অলরাউন্ডার মেহেী হাসান মিরাজ। তবে সেরা বোলিং করার জন্য অধিনায়ক মাশরাফিকেই কৃতিত্ব দিলেন ২১ বছর বয়সী এই স্পিনার।

সিলেটে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন মিরাজ। এরপর তার উপরই বেশি আস্থা রাখেন অধিনায়ক মাশরাফি। তবে মিরাজের উপর অধিনায়ক কতোটা আস্থা রেখেছেন তা স্কোরকার্ডে চোখ বুলালেই বোঝা যায়। কারণ উইন্ডিজদের ২৪ ওভার বাকি থাকতেই মিরাজের স্পেল শেষ করান অধিনায়ক।

মাশরাফির এই আস্থা নিয়ে ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘টসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সেটা জিতেছেন মাশরাফি ভাই। আর উইকেটও ওইরকমই ছিল যে স্পিনাররা সাহায্য পাবে। তাই মাশরাফি ভাই আমার উপরে আস্থা রেখেছেন। এক দিক থেকে টানা আট ওভার বল করিয়েছেন। আর আমিও সেটা কাজে লাগাতে পেরে খুব খুশি। আল্লাহর রহমতে সবকিছু ভালো হয়েছে।’

মিরাজের আট ওভার শেষে মুশফিকও চেয়েছিলেন মিরাজকে বোলিংয়ে পাঠাতে। তখন মাশরাফির সঙ্গে আলোচনা করে তাকেই পাঠানো হয়। আর সেই ওভারেই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান এই স্পিনার। এই প্রসঙ্গে মিরাজ বলেন, ‘সবশেষে আমি যখন দুইটি উইকেট পেয়েছিলাম তখন মাশরাফি ভাই ও মুশফিক ভাই কথা বলেছেন। আমার উপর তাদের এই আস্থা খুব সত্যিই অসাধারণ ছিল।’

দিনে দিনে বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন মিরাজ। মূলত টেস্টে আলো ছড়ানো মিরাজকে ওয়ানডেতে এতো ধারাবাহিক হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে আমি টেস্ট যখন শুরু করি তখন চিন্তা ছিল শুধু টেস্ট নিয়ে। শেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ওয়ানডেতে ধারাবাহিক হতে পেরেছি। নিয়মিত খেলছি। আমার এখন মনে হয় ওয়ানেডেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রান চেক দিয়ে বল করা। এভাবে বল করতে পারলে অধিনায়ক আমার উপর আস্থা রাখবেন। আমি সেটাই চেষ্টা করছি। তাছাড়া টিমমেট যারা আছেন সবাই আমাকে সাহায্য করছেন।’

শুক্রবার সিলেটে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে আট উইকেটে। এই জয়ের মাধ্যমে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিয়েছে টাইগাররা।

(ঢাকাটাইমস/১৪ ডিসেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :