বগুড়ায় ফখরুলের কর্মিসভায় হট্টগোল

বগুড়া প্রতিনিধি
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৮, ২১:২৩

বগুড়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী কর্মিসভায় হট্টগোল হয়েছে। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভোটে অযোগ্য হওয়ার পর বগুড়া-৬ আসনে নিজের পক্ষে প্রচার চালাতে গেলে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তিনি।

শুক্রবার বেলা ১১টায় শহরের শহীদ টিটু মিলনিয়তনে কর্মি সভা শুরু হয়। এ সময় সভার সভাপতি হিসেবে বগুড়া পৌরসভার মেয়র জেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মাহবুবর রহমানের নাম মাইকে ঘোষণা হয়। কিন্তু আপত্তি তোলেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। এ সময় দুই পক্ষে শুরু হয় ধাক্কাধাক্কি।

এক পর্যায়ে জেলা সাইফুল ইসলাম মাইক্রোফোন হাতে নিয়ে হাত জোড় করে নেতা কর্মীদের শান্ত হওয়ার আহ্বান জানান। তিনি ঘোষণা দেন, দলের জ্যেষ্ঠ নেতা মাহবুবর রহমান সভাপতিত্ব করবেন। এতে নেতাকর্মীরা শান্ত হলে বেলা সাড়ে ১১টায় সভা শুরু হয়।

আমরা ভোটে থাকব

কর্মিসভায় ফখরুল বলেন, যাই ঘটুক, তারা ভোটে থাকবেন। আর ছোটখাট দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক হয়ে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান তিনি।

‘ভোটের দিন সকালে নিজে ভোট দেবেন এবং ভোটারদের কেন্দ্রে নিয়ে ধানের শীষে ভোট নেবেন। সারাদিন ভোট কেন্দ্র পাহারা দেবেন। ফলাফল না নিয়ে যাবেন না। কেউ যেন ভোট চুরি করতে না পারে। জনগনের ভোট রক্ষা হলে বিজয় আমাদের নিশ্চিত।’

নিজের প্রার্থিতা নিয়ে ফখরুল বলেন, ‘আমি কোােন প্রার্থী নই, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিনিধি।’

সারাদেশে গণগ্রেপ্তার চলছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, ‘এজন্য একদিন জবাবদিহি করতে হবে। সরকারের ইশারায় নির্বাচন কমিশন চলছে। তারা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি। আমরা হামলার অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এর জবাবও দিতে হবে।’

এরপর মির্জা ফখরুল বিকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত তার নির্বাচনী বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে পথসভা ও গণসংযোগ করেন।’

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :