‘সমালোচনায় কান দিলে তো খেলা যায় না’

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৮, ২১:৩৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থী ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। হঠাৎ রাজনীতিতে অংশ নেয়ায় চারপাশে সমালোচনার ঝড় অধিনায়ককে নিয়ে। তার মাঝেই ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশকে আরেকটি সিরিজ জেতালেন অধিনায়ক। রাজনীতিতে প্রবেশের পরও খেলায় এতো মনোযোগ দিয়ে সিরিজ জেতানোর পর অধিনায়ক বলেছেন, সমালোচকদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারো হাতে নেই।

শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘দলের জন্য সিরিজ জেতা নতুন ছিল না। আগের সিরিজও জিতেছে। তাই দলের জন্য বাইরের কিছু প্রভাব পড়ার কথা না। আর নিজের কথা বললে, এসবে কান দিলে তো খেলা যায় না। আমি প্রস্তুতি নিচ্ছিলাম, নিজের মতো চেষ্টা করেছি। সমালোচনা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার হাতে নেই।’

রাজনীতিতে প্রবেশের পর এতো সমালোচনার পরও বল হাতে দারুণ ছিলেন মাশরাফি। এমনকি সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। তবে এতো সমালোচনার মাঝে খেলা চালিয়ে যাওয়া কতটা সহজ ছিল অধিনায়কের জন্য? জানতে চাইলে তিনি বলেন, ‘সেটাই আমি পরিষ্কার করে বলতে চাচ্ছি যে, আমি নিজের কাছে পরিষ্কার ছিলাম, মনোযোগী ছিলাম। আমার প্রথম কাজ ছিল খেলা। আগে এটি শেষ করে অন্য কাজ করব। তাই আমি দশটা সিরিজের মতোই ফোকাসড ছিলাম। টি-টোয়েন্টির জন্য দলকে শুভকামনা জানিয়ে যাচ্ছি। আমি আমার কাজই করব।’

শুক্রবার সিলেটে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচে আট উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। সেই সাথে টাইগাররা সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।

(ঢাকাটাইমস/১৪ ডিসেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :