বিশ্বকাপ খেলে সিদ্ধান্ত জানাবেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৮, ২১:৫৪

অনেক দিন ধরেই গুঞ্জন বিশ্বকাপের পর ক্রিকেটকে বিদায় বলবেন মাশরাফি বিন মতুর্জা। সেই হিসেবে সিলেটের মাটিতে ক্যারিবীয়দের বিপক্ষে শেষ ওয়ানডেটিকে অধিনায়কের শেষ ম্যাচ ধরা হয়েছিল। সিরিজে অধিনায়ক সফল। তার অধিনায়কত্বে ওয়ানডেতে আবার হ্যাটট্রিক শিরোপা জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর মাশরাফি জানিয়েছেন, নিজের বিদায়ের সিদ্ধান্ত বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে জানাবেন তিনি।

শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘বিশ্বকাপের পর কী করব সেটা বিশ্বকাপের শেষ ম্যাচ খেলার পর ঠিক করব। যদি মনে হয় খেলব না, হয়তো ঘরে এসে বলব। আর যদি মনে হয়, পারছি খেলতে, এসে রিভিউ করে আপনাদের জানাব।’

ক্যারিবীয় সিরিজের আগে ও পরে দেশের মাটিতে শেষ ম্যাচ কিনা এটা নিয়ে নানা কথা উঠেছে। সিরিজ শুরুর আগে অধিনায়কের নিজের কাছে ক্রিকেট ছাড়ার কোনো কিছু মনে হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যি বলতে ২০১১ সাল থেকে প্রতি ম্যাচ খেলার সময়ই আমার মনে হয় যে, আল্লাহ না করুক যদি আবার হাঁটুতে লেগে যায়, যেটা আগেও হুট করে হয়েছে, ২০১১ থেকেই এরকম মনে হয়। আপনি যে অর্থে বলেছেন, সত্যি বলতে একদম গভীর থেকেই মনের কথাটাই বলেছি যে, কখনো এতো গভীরভাবে ভাবিনি। কারণ সামনে আরো চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেসব নেয়ার জন্য প্রস্তুত হতে চাই।’

(ঢাকাটাইমস/১৪ ডিসেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :