রোহিঙ্গা নিধন ‘গণহত্যা’ মার্কিন কংগ্রেসে বিল পাস

ঢাকা টাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৮, ২৩:৫৩

মিয়ানমারের জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর নিধনযজ্ঞকে গণহত্যা আখ্যা দিয়ে একটি বিল পাস করেছে মার্কিন কংগ্রেস। গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ প্রস্তাবটি পাস করে। একই সঙ্গে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসাও করেছেন কংগ্রেসের সদস্যরা।

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ৩৯৪-১ ভোটে প্রস্তাবটি পাস হয়। কংগ্রেস সদস্য ও হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান এড রয়েস রয়টার্সকে বলেন, ‘প্রস্তাবটি পাসের মধ্য দিয়ে প্রতিনিধি পরিষদ তার অংশের দায়িত্বটুকু পূরণ করেছে।’

‘এসব নৃশংসতা সাত লাখেরও বেশি রোহিঙ্গাকে ঘর ছেড়ে বাংলাদেশে পালাতে বাধ্য করেছে। সেখানে এখন প্রায় ১০ লাখ রোহিঙ্গার বসবাস। এ ধরনের ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকা রোহিঙ্গাদের গ্রহণ করে বাংলাদেশ উদারতা দেখিয়েছে।’

রোহিঙ্গাদের ওপর নৃশংসতাকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ আখ্যা দিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরকেও অনুরোধ জানানো হয়েছে প্রস্তাবে। পাশাপাশি মিয়ানমারে কারাবন্দী বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে অবিলম্বে ক্ষমা ও মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের পর উচ্চকক্ষ সিনেটেও প্রস্তাবটি পাস হলে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ জোরালো হবে। রোহিঙ্গাবিরোধী নৃশংসতাকে তখন আইনগতভাবে গণহত্যার স্বীকৃতি দিতে বাধ্য হবে ট্রাম্প প্রশাসন।

আন্তর্জাতিক আদালতের বিধান অনুযায়ী জাতিগত নিধনের কারণে মিয়ানমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তবে গণহত্যার স্বীকৃতি পেলে মিয়ানমারকে কাঠগড়ায় দাঁড় করানো যাবে। যদিও রোহিঙ্গা নিধন শুরু হওয়ার পর থেকে জাতিসংঘ রোহিঙ্গাবিরোধী নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়েছে। চীন-রাশিয়া-ভারত এ বিষয়ে মিয়ানমারের পক্ষ নিলেও মিয়ানমার সেনাবাহিনীর ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করে।

কংগ্রেস সদস্য স্যান্ডি লেভিন বলেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী যে নিন্দনীয় দমন-পীড়ন ও সহিংসতা চালিয়েছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এ প্রস্তাব রাখাইন রাজ্যে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে কথা বলে।’

এদিকে ট্রাম্প প্রশাসনও প্রতিনিধি পরিষদের পথে হাঁটবে বলে আশা প্রকাশ করেছে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধর্মবিশ্বাসীদের জোট ফেইথ কোয়ালিশন টু স্টপ জেনোসাইড ইন বার্মা

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :