ভোটের প্রচারে বাদশা-মিনুর সম্প্রীতি

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০২

ব্যুরোপ্রধান, রাজশাহী

নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে যখন সংঘাত-সহিংসতার ঘটনা ঘটছে, তখন সম্প্রীতির উদাহরণ স্থাপন করলেন রাজশাহী-২ (সদর) আসনের দুই প্রার্থী। বৃহস্পতিবার জুমার নামাজ শেষে হজরত শাহ মখদুম (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে দেখা হয় দুই প্রার্থীর। এ সময় ১৪ দল মনোনীত প্রার্থী ফজলে হোসেন বাদশা তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুকে বুকে টেনে নেন। দুজন কোলাকুলি করেন। এ সময় ধানের শীষের প্রার্থী মিনুর হাতে নিজের নৌকা প্রতীকের লিফলেট তুলে দেন বাদশা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ মখদুম (রহ.) জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। নামাজ শেষে মসজিদের সামনে স্থানীয়দের মাঝে নৌকার লিফলেট বিতরণ শুরু করেন ১৪ দলের নেতাকর্মীরা। তখন মিনু নামাজ পড়ে বের হলে তার হাতেও নৌকার লিফলেট তুলে দেন বাদশা। এ সময় তিনি তার সঙ্গে কোলাকুলিও করেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে বাদশার এমন আচরণে মুগ্ধ হন স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা। সদর আসনের বর্তমান সংসদ সদস্য বাদশা আর এ আসনের সাবেক সংসদ সদস্য মিনু ২০০২ সালে

প্রথম সিটি নির্বাচনে মেয়র পদে একে অপরের প্রতিদ্বন্দ্বী হন। অষ্টম সংসদ নির্বাচনেও দুজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। মিনুকে হারিয়ে জয়ী হন বাদশা। নবম সংসদ নির্বাচনেও বাদশা সংসদ সদস্য হন। এবার নির্বাচনেও তিনি মহাজোটের সমর্থনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন