ওসমানী বিমানবন্দরে ৫২ স্বর্ণবার উদ্ধার

সিলেট ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৮, ১১:৪৫

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় কেজি ওজনের ৫২াট স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শনিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। সিলেট কাস্টমস এক্সাইস ও ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার আহমদ রেজা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৯ টা ১০ মিনিটে দুবাই থেকে আসা বিজি-২৪৮ ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানের সিটের ওপরে থাকা হ্যান্ড লাগেজ বক্স থেকে স্কচস্টেপ মোড়ানো একটি প্যাকেটে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। সেখানে ৬ কেজি ৩২ গ্রাম ওজনের ৫২ টি স্বর্ণের রয়েছে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।

উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় দুই কোটি ২০ টাকা বলে জানিয়ছেন কাস্টমস কর্মকর্তা আহমদ রেজা।

ঢাকা টাইমস/ ১৫ডিসেম্বর/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :