বেনাপোলে বিপুল মুদ্রাসহ পাচারকারী আটক

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৮, ১৫:১১

বেনাপোল প্রতিবেদক, ঢাকা টাইমস

বেনাপোল চেকপোস্ট এলাকায় শনিবার দুপুরে বিপুল মার্কিন ডলার, ভারতীয় রুপী ও বাংলাদেশী টাকাসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ হক (৫০)। তিনি ঢাকার গাজীপুর জেলার সদর থানার নিলনগর কালের ভিটা এলাকার ফজলুর রহমানের ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, ভারত থেকে আসা এক পাসপোর্ট যাত্রী বিপুল পরিমান মার্কিন ডলার ও ভারতীয় রুপী নিয়ে বাংলাদেশ কাস্টমস পার হয়ে প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় অবস্থান করছেন। এমন গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়।

পরে ২০ হাজার ২০০ মার্কিন ডলার,  সাত হাজার ৫০০ ভারতীয় রুপী, ১৮ হাজার বাংলাদেশী টাকা ও সাতটি দামী মোবাইল সেটসহ মোহাম্মদ হককে আটক করা হয়। ।

আটক মুদ্রার মূল্য ২০ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

আটক মুদ্রাপাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হযেছে বেনাপোল পোর্ট  থানায়।

ঢাকা টাইমস/১৫ডিসেম্বর/প্রতিবেদক/ওআর