কামাল কীভাবে এতটা নিচে নামলেন: কাদের

ফেনী প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৫:১৪

জামায়াত সম্পর্কে প্রশ্নে ক্ষেপে গিয়ে সাংবাদিককে ‘খামোশ’ বলে ‘অপমান’ করায় ড. কামাল হোসেনের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কামাল হোসেন কীভাবে এতটা নিচে নামতে পারলেন-জিজ্ঞাসা ওবায়দুল কাদেরের।

শনিবার ফেনীর দাগনভূঞায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রশ্ন রাখেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। বেলা ১১টার দিকে দাগনভূঞা পৌর শহরের বসুরহাট সড়কের প্রশস্তকরণ কাজের পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ততা নিয়ে প্রশ্নে ক্ষেপে যান জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন। তিনি প্রশ্নকর্তা সাংবাদিককে ‘খামোশ’ বলে ধমকের সুরে বলেছেন, তাকে চিনে রাখবেন। এই ঘটনায় ড. কামাল হোসেনের সমালোচনার ঝড় ওঠে। এক সাংবাদিক তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও করেন। তবে শুক্রবার রাতে এক বিবৃতিতে ড. কামাল হোসেন এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সারাদেশে নৌকার পক্ষে গণজোয়ার দেখে ঐক্যফ্রন্টের নেতারা বেপরোয়া ও বেসামাল হয়ে ওঠেছে। আমার ভাবতেও অবাক লাগে কীভাবে ড. কামাল হোসেন এতটা নিচে নামতে পারেন। তিনি সাংবাদিকদেরও অপমান করেছে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘যেখানে তিনি (কামাল) সুষ্ঠু রাজনীতির নামে জাতির সামনে এতদিন নীতি-নৈতিকতার কথা বলেন, তিনি প্রমাণ করলেন তিনিই নষ্ট রাজনীতি করেন। সেটি পাকিস্তানি শব্দ খামোশ ব্যবহার করে তিনি জাতির সামনে নষ্ট রাজনীতির পরিচয় দিয়েছেন।’ কাদের বলেন, ‘ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতাদের আচার-আচরণের ভাষায় প্রমাণ হয়েছে তাদের মুখে বিষ, কিন্তু বাস্তবে দুর্বল হয়ে পড়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের জনগণ ধানের শীষে নেই। ধানের শীষে গণভাটা আর নৌকার গণজোয়ার চলছে। শক্তি কমলে মুখের বিষ উপর হয়ে ওঠে। ঐক্যফ্রন্ট নেতাদেরও একই অবস্থা বিরাজ করছে। তাদের দিকে জনগণের কোনো দৃষ্টি বা সমর্থন নেই।’

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ: বিএনপির ৬৪ নেতাকে শোকজ

ভোটের মাঠ থেকে স্বজনদের সরাতে পারেননি আ.লীগের মন্ত্রী-এমপিরা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :