কোহলি-রাহানের ব্যাটে ভারতের প্রতিরোধ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৯:০৬ | প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৬:৪২

ইনিংসের শুরুতে স্কোরলাইন দেখে হতাশই হয়েছিলেন ভারতের ক্রিকেটভক্তরা। তবে তাদের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানে। চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটিতে ৩ উইকেটে ১৭২ রান তুলে পার্থ টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। স্বাগতিক অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ১৫৪ রানে পিছিয়ে আছে সফরকারীরা। কোহলি ৮২ আর আজিঙ্কা রাহানে ৫১ রানে অপরাজিত আছেন।

অস্ট্রেলিয়ার ৩২৬ রানের জবাবে ৮ রানেই দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল ভারত। শূন্য রানে মিচেল স্টার্কের বলে সরাসরি বোল্ড হন মুরালি বিজয়। এরপর লোকেশ রাহুলকে (২) বোল্ড করেন জশ হ্যাজলউড। চেতেশ্বর পূজারা আর কোহলির কল্যাণে প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠতে সক্ষম হয় ভারত। কিন্তু দলীয় ৮২ রানে স্টার্কের দ্বিতীয় শিকার হয়ে পূজারা (২৪) ফিরলে আবারও দুশ্চিন্তায় পড়ে যায় সফরকারী শিবির।

কোহলি-রাহানের কল্যাণে সেই দুশ্চিন্তা অবশ্য দূর হয়ে গেছে। অ্যাডিলেড টেস্টে ভারত জিতলেও অধিনায়ক কোহলি সেরাটা খেলতে পারেননি। হয়ত পার্থের জন্যই জমিয়ে রেখেছিলেন। নতুন স্টেডিয়ামের বাউন্সি উইকেটে ব্যাটিং কারিশমা দেখিয়ে চলেছেন তিনি। রাহানেও দারুণ খেলছেন। দু’জনে মিলে ৩০.৪ ওভার ব্যাটিং করে স্কোরবোর্ডে যোগ করেছেন ৯০ রান। উভয়েই পেয়েছেন ফিফটির দেখা। কোহলি রয়েছেন সেঞ্চুরির পথে। আজ তৃতীয় দিনে জুটিটা আরও বড় করে তোলার লক্ষ্য নিয়েই খেলতে নামবেন তারা।

এর আগে ৬ উইকেটে ২৭৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু স্কোরবোর্ডে মাত্র ৪৯ যোগ করতেই বাকি ৪ উইকেট খুইয়ে প্রথম সেশনেই অলআউট হয়ে যায় তারা। দলীয় ৩১০ রানে সপ্তম উইকেট হারায় স্বাগতিকরা। উমেষ যাদবের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন প্যাট কামিন্স (১৯)। ঠিক পরের ওভারেই জাসপ্রিত বুমরাহর বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন অজি অধিনায়ক টিম পেইন। ৮৯ বল মোকাবেলায় ৫ বাউন্ডারিতে ৩৮ রান করেছিলেন তিনি।

পেইন ফেরার পর ৩২৬ রানের মাথায় পরপর দুই বলে মিচেল স্টার্ক (৬) আর জশ হ্যাজলউডকে (৯) তুলে নিয়ে অজিদের গুটিয়ে দেন ইশান্ত শর্মা। ভারতের পক্ষে সফল বোলার তিনিই, ৪১ রানে নিয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট দখল করেছেন বুমরাহ, যাদব আর অকেশনাল অফস্পিনার হানুমা বিহারি।

সংক্ষিপ্ত স্কোর-

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ১০৮.৩ ওভারে ৩২৬ (হ্যারিস ৭০, হেড ৫৮, ফিঞ্চ ৫০, পেইন ৩৮; ইশান্ত ৪/৪১, বুমরাহ ২/৫৩, বিহারি ২/৫৩, যাদব ২/৭৮)

ভারত প্রথম ইনিংস: ৬৯ ওভারে ১৭২/৩* (রাহুল ২, বিজয় ০, পূজারা ২৪, কোহলি ৮২*, রাহানে ৫১*; স্টার্ক ২/৪২, হ্যাজলউড ১/৫০)

(ঢাকাটাইমস/১৫ ডিসেম্বর/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :