ফরিদপুরে আ. লীগের ক্যাম্পে আগুন

ফরিদপুর প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৯ | প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৮:২৪

ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পাশের আরো দুইটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

শুক্রবার গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে শহরের হারুকান্দি এলাকার (পৌরসভার ১৪নং ওয়ার্ড) নির্বাচনী কার্যালয়ে এই ঘটনা ঘটে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন নৌকা প্রতীকে লড়ছেন। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গি গ্রামে খুন হন ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আল মামুন। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামুনকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলার পর পুলিশ এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।

ফরিদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান জানান, ‘শুক্রবার রাতে কে বা কারা আমাদের নির্বাচনী কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে দোষীদের আইনে আওতায় আনার দাবি জানাই।’

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, ‘নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার বিষয়টি খতিয়ে দেখছি। দোষীকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :