ভারতে মন্দিরের প্রসাদ খেয়ে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৮

ভারতের একটি মন্দিরে প্রসাদ হিসেবে ভাত খাওয়ার পর অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে বলে পুলিশ জানিয়েছে। দক্ষিণ ভারতের কর্নাটকে একটি অনুষ্ঠানের পর মন্দিরে দেয়া খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় অন্তত ৭০জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের মধ্যেও আরও ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

এই ঘটনার পর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। একজন স্বাস্থ্য কর্মকর্তা স্থানীয় পুলিশকে জানিয়েছেন, মন্দিরের খাবারটি বিষাক্ত হয়ে থাকতে পারে। ওই অনুষ্ঠানে অংশ নেয়া একজন ব্যক্তি সাংবাদিকদের বলেন, ‘আমাদের যে টমেটো ভাত দেয়া হয়েছিল, তা থেকে গন্ধ আসছিল। যারা সেই খাবার খায়নি, তারা ভালো আছে। যারা খেয়েছে, তারাই বমি করতে শুরু করে এবং পেটে ব্যথা হচ্ছে বলতে শুরু করে।’

শুক্রবার চামারাজানগর জেলার মারাম্মা মন্দিরে একটি বিশেষ অনুষ্ঠান চলার সময় এই ঘটনা ঘটে। মন্দিরে দীক্ষিতদের একটি দলকে বিদায় জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

এই ঘটানায় শোক প্রকাশ করে ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেব গৌড়া বলেন, ‘যাদের পরিবারের সদস্যরা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন, সেই কষ্ট সহ্য করার ক্ষমতা আর সাহস তাদের হোক।’

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :