উপজেলা চেয়ারম্যান ওপর হামলায় প্রতিবাদ সমাবেশ

নড়াইল প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৮, ২০:২৯

নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থীর সমর্থকদের হামলায় কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খান শামীম রহমানের ওপর হামলার ঘটনায় বিএনপির দুই সমর্থককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তাদের আটক করা হয়।

এদিকে, এ হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার দাবিতে সকালে বড়দিয়া বাজার এলাকায় বিক্ষোভ এবং সমাবেশ হয়েছে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় কালিয়া উপজেলার খাশিয়াল বাজার এলাকায় নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের সমর্থকদের হামলায় খান শামীম রহমান, খাশিয়াল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান রাসেল সুইটসহ আওয়ামী লীগ প্রার্থী কবিরুল হক মুক্তির পাঁচ সমর্থক আহত হন। মাথায় আহত উপজেলা চেয়ারম্যান শামীম রহমানকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, কালিয়ার খাশিয়াল বাজার এলাকায় বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারকালে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যান শামীম রহমান কটূক্তি করেন।

তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি প্রার্থীর সমর্থকরা অতর্কিতভাবে কালিয়া উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খান শামীম রহমান ওপর হামলা চালায়। এতে শামীম রহমানের মাথা কেটে গেছে।

নড়াগাতি থানার ওসি আলমগীর কবির বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে শনিবার সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত মামলা হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :