জেসুসের জোড়া গোলে ম্যানসিটির জয়

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৮, ২০:৩৮ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ২১:৫৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের পক্ষে অপর গোলটি করেছেন ইংলিশ স্ট্রাইকার রাহিম স্টারলিং।

ইতিহাদ স্টেডিয়ামে ১৫তম মিনিটে এভারটনকে এগিয়ে নেয়ার দারুণ একটা সুযোগ মিস করেছেন ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন। তবে তার জতীয় দলের সতীর্থ গ্যাব্রিয়েল জেসুস কোনো ভুল করেননি। ২২তম মিনিটে ম্যানসিটিকে গোলের আনন্দে ভাসান তিনি।  

মাঝমাঠে ইয়ারি মিনার ভুলে বল পেয়ে যান ইলকাই গন্ডোয়ান। তিনি পাস দেন লেরস সানেকে। সানের পা হয়ে বল চলে যায় ডি-বক্সে থাকা জেসুসের কাছে। এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে বানিয়ে তিনি বল জড়ান জালে।

বিরতির আগেই ব্যবধানটা দ্বিগুণ হয়ে যেত সিটির। কিন্তু রিয়াদ মাহরেজের প্রচেষ্টা ঠেকিয়ে এ যাত্রায় এভারটনকে বাঁচিয়েছেন পিকফোর্ড।

বিরতির পরপরই ম্যানসিটিকে দ্বিতীয়বারের মতো আনন্দে ভাসিয়েছেন জেসুস। অ্যাসিস্টের ভূমিকায় সেই সানে। ৬৫তম মিনিটে অবশ্য এভারটনের ব্যবধানটা কমিয়ে ২-১ নামিয়ে এনেছিলেন কালভার্ট-লেভিন। কিন্তু তাদের ম্যাচে ফেরার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে রাহিম স্টারলিংয়ের গোলে। ৬৯তম মিনিটে ফার্নান্দিনহোর সহায়তায় ম্যানসিটিকে বড় জয় এনে দিয়েছেন ইংলিশ তারকা।  

এই জয়ে লিভারপুলকে হটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ স্থান পুনরুদ্ধার করল ম্যানসিটি। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট তাদের। তবে আগামীকাল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয় পেলে আবারও শীর্ষে ওঠে যাবে লিভারপুল।

(ঢাকাটাইমস/১৫ ডিসেম্বর/এবিএ)