পাকিস্তানি ভাষায় ধমক দেন কামাল: তোফায়েল

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৮, ২১:২১

ভোলা-১ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘যারা ৭১ সালে মুক্তিযদ্ধের সময় মানুষ হত্যা করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে এবং ২০০১ সালের পর সারাদেশে মা-বোনদের অত্যাচার করেছে আজ ড. কামাল হোসেন সেই হত্যাকারীদের সাথে হাত মিলিয়েছে। এ জন্য মানুষ তাকে ধিক্কার দেয়। শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবসে তিনি সেই হত্যাকারীদের সাথে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে গিয়েছেন। সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন, তিনি সাংবাদিকদের পাকিস্তানি ভাষায় খামোশ বলে ধমক দিয়েছেন। এখন মানুষ তাকে নিয়ে অনেক প্রশ্ন করে।’

শনিবার সন্ধ্যায় ভোলা সদর উপজেলার ঘুইংগার হাটে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি উপস্থিত লোকদের বলেন, ড. কামাল হোসেন যে জোট করেছেন, তাদের হাতে যদি ক্ষমতা যায় তাহলে আবার আপনারা ঘর-বাড়ি ছাড়া হবেন। সুতরাং ঐক্যবদ্ধ হয়ে জোট বেঁধে যারা ২০০১ সালের পরে মায়ের কোল খালি করেছে, বোনদের ইজ্জত লুট করেছে, মেয়েকে ধর্ষণ করেছে আমাদের গাড়ি ভেঙেছে, অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে আপনারা ভোটের মাধ্যমে প্রতিশোধ নেবেন।

মন্ত্রী বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে চাই। আগামী ৩০ ডিসেম্বর আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে জয়লাভ করবেন। আবার যদি পাঁচ বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন, তাহলে ভোলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা।

পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :