পর্তুগালে শহীদদের স্মরণ করল প্রবাসী বাঙালিরা

ইউরোপ ব্যুরো
ঢাকা টাইমস
| আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:০০ | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:৩২

পর্তুগালের রাজধানী লিসবনে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সেখানে অবস্থানরত প্রবাসী বাঙালিরা। এছাড়া নানা আয়োজনে বিজয় দিবসের উৎসব পালন করেন তারা।

বাংলাদেশের গৌরবের ৪৮তম বিজয় দিবসে বৈরি আবহাওয়া আর গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ১৬ই ডিসেম্বরের প্রথম প্রহরে লিসবনেব শহীদ মিনারে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন বাংলাদেশীরা।

পর্তুগাল আওয়ামী লীগ, বৃহত্তর নোয়খালী অ্যাসোসিয়েশন অব পর্তুগাল, সিলেট বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্ট, পর্তুগাল ছাএলীগ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবসহ পর্তুগালের রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও পর্তুগাল বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।

পরে শহীদ মিনারে মুক্তিযু্দ্বের শহীদদের স্মরণে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন পর্তুগাল আওয়ামী লীগ সভাপতি আবুল বাসার বাদশা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বৃহত্তর নোয়খালী অ্যাসোসিয়েশন সভাপতি হুমায়ন কবির জাহাঙ্গীর, বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্টের শাহ জাহান আহমেদ, পর্তুগাল ছাত্রলীগের সাবেক সভাপতি রনী হোসাইন, কমিউনিটি ব্যক্তিত্ব শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকা টাইমস/১৬ডিসেম্বর/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :