টি-টোয়েন্টি মিশনে তামিমদের অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:১৭

ওয়ানডে সিরিজ জয়ের পর পুরো একদিন বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্রাম শেষে রোববার টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলনে নেমে পড়েছে টাইগাররা। সকাল ১১টায় অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও বিজয় দিবসের দিনে নির্ধারিত সময়ের আগেই সিলেট আন্তজার্তিক স্টেডিয়ামে হাজির হয় সাকিব আল হাসানের দল।

সিলেটে শীতের সকালে সবুজ মাঠে প্রবেশ করেই কিছুক্ষণ রানিংয়ের মাধ্যমে নিজের ঝালিয়ে নেয় টিম বাংলাদেশ। মূল অনুশীলন শুরুর আগে ক্রিকেটের মাঝে ফুটবল নিয়েও কিছুটা সময় কাটায় টাইগাররা। এরপর বাংলাদেশ কোচ স্টিভ রোডসের সঙ্গে আলোচনা শেষে যার যার মতো ফিল্ডিং, বোলিং, ব্যাটিং নিয়ে নেমে পড়েন লাল-সবুজরা।

গত শুক্রবার (১৪ ডিসেম্বর) তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। একই মাঠে ১৭ ডিসেম্বর হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায়।

(ঢাকাটাইমস/১৬ ডিসেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :