সফটওয়্যারের ত্রুটির কারণে গ্রাহকদের তথ্য ফাঁস

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৪১ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ১৭:১৯

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

সম্প্রতি ফেসবুকের ৬৮ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়। এক দিন নয়, ১২ দিনে ধরে ঘটেছে এই ঘটনা। এই তথ্য জানিয়ে ক্ষমা চাইল ফেসবুক কর্তৃপক্ষ। তার পরে তোলপাড় বিশ্ব জুড়ে। কিন্তু কী কারণে ঘটেছিল এই বিপদ? এই নিরাপত্তার ভাঙনটির বীজ ছিল একটি ‘বাগ’। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একটি ‘বাগ’ এর কারণে এক থার্ড পার্টি ডেভলপার ফেসবুকে গ্রাহকের ছবি ব্যবহার করার সুযোগ পেয়ে যায়।

প্রসঙ্গত, ‘বাগ’ হল কম্পিউটার প্রোগ্রামে এক ধরনের বিচ্যুতি, যার ফলে নানা ধরনের নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে।

ফেসবুক সূত্রেই জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষে ঘটেছে এই ঘটনা। বাগ-এর কারণে থার্ড পার্টির কাছে পৌঁছে গিয়েছে গ্রাহকের ব্যক্তিগত তথ্য, ছবি।

গত শুক্রবার ফেসবুক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অনিচ্ছাকৃত এই বিপদের শঙ্কা তৈরি হওয়ায় আমরা দুঃখিত। আমরা কাজ করছি। গ্রাহকের ছবি ও তথ্য যাতে সুরক্ষিত থাকে, তৃতীয় পক্ষ যাতে তা ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করার জন্য আমরা বদ্ধপরিকর।’

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এজেড)