‘টি-টোয়েন্টি সিরিজ হবে চ্যালেঞ্জিং’

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ১৫:১১ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ১৫:১৭

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

ছোট ফরম্যাটে সবসময়ই দুর্দান্ত ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট এবং ওয়ানডেতে পরাজিত হলেও তাই টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ছাড় দেবে না সফরকারীরা। ফলে ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বিজয় দিবস উপলক্ষ্যে রোববার একটি ক্রিকেট ম্যাচ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে কাল থেকে শুরু হওয়া টাইগারদের টি-টোয়েন্টি মিশন সম্পর্কে জানতে চাইলে নান্নু বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা খুবই কঠিন এবং  চ্যালেঞ্জিং সিরিজ হবে। কারণ ছোট ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ সবসময় ভালো দল। এটা আমাদের মাথায় আছে।’

তবে তিন সিরিজের দুটিতেই জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বাংলাদেশ। তাই টেস্ট-ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও জয়ের আশা নান্নুর। নিজেদের প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, ‘ঘরের মাঠে যেহেতু আমরা টেস্ট ও ওয়ানডেতে ভালো করেছি, সে হিসেবে টি-টোয়েন্টিতেও আমাদের প্রত্যাশা অনেক উঁচুতে। ছেলেরা সব বিভাগে যেহেতু ভালো করছে, আমরাও আশাবাদী যে এই সিরিজটাও ভালো কাটবে।’ 

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ঘরের মাঠে আর কোনো সিরিজ নেই বাংলাদেশের। এরপর বিপিএল নিয়ে এক মাস ব্যস্ত সময় পার করবেন সাকিব-মুশফিকরা। বিপিএল শেষে আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। আসন্ন সফরের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচক বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজ নিয়ে এখনই বলতে পারব না। এর আগে বিপিএলের জন্য এক মাসের একটা বিরতি আছে। তারপর নিউজিল্যান্ডের কন্ডিশনেন একদম আলাদা।  আমরা ঘরের মাঠে যে ধরনের কন্ডিশনে খেলি, তার থেকে ভিন্ন কন্ডিশনে আলাদা ক্রিকেট নিউজিল্যান্ডে খেলতে হয়। সেই হিসেবে প্ল্যানিংটাও অন্য রকম হয়। আমরা এই সিরিজটা শেষ হওয়ার পর যা করনীয় আছে তা করব।’

(ঢাকাটাইমস/১৬ ডিসেম্বর/এইচএ)