সাতক্ষীরায় বিএনপির প্রার্থী জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৬৬

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ১৮:১৮ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৪১

সাতক্ষীরা প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রবিবার বেলা পৌনে তিনটার দিকে সাতক্ষীরার শ্যামনগরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন সাবেক এ সংসদ সদস্য।

এ ছাড়া শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৬২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিএনপির প্রার্থীকে গ্রেপ্তারের সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।

ওসি বলেন, নজরুল ইসলামের বিরুদ্ধে নাশকতার অভিযোগে থানায় ২০টি মামলা রয়েছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান

(বহিষ্কৃত) আবদুল বারী, পদ্মপুকুর ইউপি জামায়াতের আমির আবদুর রব ও জামায়াত নেতা মো. বারীকে গ্রেপ্তার করা হয়। নাশকতার মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

এর আগে সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে ১৩ জন, তালা থানা থেকে ৬ জন, কালিগঞ্জ থানা থেকে ৭ জন, শ্যামনগর থানা থেকে ৬ জন, আশাশুনি থানা থেকে ৯ জন, দেবহাটা থানা থেকে ৫ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান,  গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা, মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।