রাজধানীতে ছাত্র জমিয়তের বিজয় র‌্যালি

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ১৯:১৯

ঢাকাটাইমস ডেস্ক

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র‌্যালি করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিজয়ের সুফল পেতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের নির্মাণ করার আহ্বান জানিয়েছে ছাত্র জমিয়তের নেতারা।

রবিবার বিকালে পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বায়তুল মোকাররম উত্তর গেইটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে র‌্যালিটি সম্পন্ন হয়।

র‌্যালির আগে ছাত্র জমিয়তের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার৷ বিশেষ অতিথি ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মাওলা ও ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা ইমরানুল বারী সিরাজী ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এম সাইফুর রহমান। পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুজাইফ৷ শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজ শাহিদ হাতিমী৷

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই৷ মজলুমের পক্ষে স্বাধিকারের দাবি আদায়ের জন্য ৷ কিন্তু বর্তমানের এই চরম সময়ে মানুষের স্বাধীনতা বলতে কিছুই নেই৷ দেশ আবার জুলুমের অভয়ারণ্য হিসেবে পরিণত হয়েছে৷ আজ মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না ৷ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না৷ দুর্নীতি লুটপাট হামলা মামলার ভয় দেখানো হয়৷ হত্যা খুন গুম পেশিশক্তির বিরুদ্ধে কথা বললে নানান অজুহাতে কিংবা গ্রেপ্তার করে বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে নিজেকে নির্মাণ করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় গ্রহণ করতে হবে ৷’

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি এখলাসুর রহমান রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, সাংগঠনিক সম্পাদক আহমাদুল হক উমামা, ঢাকা মহানগর সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রেদওয়ান মাজহারি, দপ্তর সম্পাদক কাউছার আহমেদ, মাদ্রাসা বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ, ঢাকা মহানগর প্রচার সম্পাদক নুর আহমাদ সবুজ৷

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/জেবি)