পর্তুগালে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৭

রনি মোহাম্মদ, পর্তুগাল

পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশের গৌরবের ৪৮তম বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে স্মরণ করেছে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা।

বৈরি আবহাওয়া আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও ১৬ ডিসেম্বর রাত ১২.০১ মিনিটে লিসবনেব শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন পর্তুগাল আওয়ামী লীগ, বৃহত্তর নোয়খালী এসোসিয়েশন অব পর্তুগাল, সিলেট বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্ট, পর্তুগাল ছাত্রলীগ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা।

পরে শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার বাদশা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বৃহত্তর নোয়খালী এসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির জাহাঙ্গীর, বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্টের শাহ জাহান আহমেদ, পর্তুগাল ছাত্রলীগের সাবেক সভাপতি রনী হোসাইন, কমিউনিটি ব্যক্তিত্ব শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)