মহান বিজ্ঞানীদের কুসংস্কার

গাজী ইয়াসিনুল ইসলাম
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:২৪

মহাবিশ্ব স্থির নয় বরং সম্প্রসারণশীল। এ ধারণা আইনস্টাইনের সমীকরণ থেকেই পাওয়া, যা আলেকজান্ডার ফ্রিডম্যান দেখিয়েছেন। কিন্তু আইনস্টাইন নিজের সমীকরণকে নিজেই বিশ্বাস করেননি। তিনি নিজেকে কুসংস্কার মুক্ত করতে পারেননি।

তিনি মহাবিশ্বকে স্থির রাখতে সমীকরণে পরিবর্তন করেন; কিন্তু ১৯২৯ সালে হাবলের আবিষ্কারের পর প্রমাণ হলো মহাবিশ্ব সম্প্রসারণশীল।

আইনস্টাইন নিজেই এ কথা বলতে পরতেন তার সমীকরণ থেকে। এটি হতো মানব ইতিহাসের শ্রেষ্ঠ ভবিষ্যদ্বাণী।

বিগ ব্যাঙ থিওরির মূল ধারণা ফ্রিডম্যান সমীকরণ থেকেই পাওয়া যায়। আমরা বিগ ব্যাঙ থিওরির প্রবক্তা হিসেবে লেমেটারের নাম জানি। ধারণা করা হয় ফ্রিডমানের কাজ সম্পর্কে লেমেটারের কোনো ধারণা ছিল না। তারা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের ধারণা প্রকাশ করেন।

ফ্রিডম্যান ছিলেন মুক্ত চিন্তার গণিতবিদ। তিনি তার সমীকরণ বিশ্বাস করতেন। দুর্ভাগ্য তিনি অতি অল্প বয়সে মারা যান। একজন ধর্মযাজক হিসেবে লেমেটার ও কুসংস্কার মুক্ত ছিলেন না। আমরা জানি একজন মুক্তাচিন্তায় মানুষ হয়েও আইনস্টাইন কুসংস্কার মুক্ত ছিলেন না।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :