শাওমি আনছে প্লে ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:২৯

২৪ ডিসেম্বর বাজারে আসছে শাওমির নতুন স্মার্টফোন। নাম ‘শাওমি প্লে’। এই ফোনের বিশেষত্ব হচ্ছে, এতে ৪৮ মেগাপিক্সেলের ৪৮ রিয়ার ক্যামেরা রয়েছে।

চীনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইট ফোনটি বাজারে আসার তথ্য নিশ্চিত করেছে। ওই ওয়েবসাইটে জানানো হয়েছে, ফোনটি ২৪ ডিসেম্বর অবমুক্ত করবে শাওমি। চীনে এই ফোনের দাম হবে ২০০ চাইনিজ ইয়েন।

জনপ্রিয় এক টেক পোর্টালের বরাত দিয়ে জানা গেছে, শাওমি প্লে ফোনটি গেমারদের জন্য তৈরি করা হয়েছে। যদিও এর আগে শাওমি ব্ল্যাক শার্ক নামের গেমিং ফোন বাজারে আনে। অন্যদিকে হুয়াওয়ের সাব-ব্র্যান্ড হনর প্লে গেমিং ফোন। এই ফোনে টার্বো গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ব্যবহৃত হয়েছে। ধারণা করা হচ্ছে, শাওমি তাদের নতুন গেমিং ফোন বাজারে আনলে তীব্র প্রতিযোগিতার মুখে পড়বে।

এর আগে শাওমি পোকো এফ ওয়ান বাজারে আনে। ফোনটি ভালোই সাড়া ফেলেছিল। পোকে ফোনের প্রধান আকর্ষণ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। এতে লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহৃত হয়েছে। ফোনটির ডিসপ্লে ৬.১৮ ইঞ্চির।

শাওমি প্লে ফোনে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি থাকছে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা