মেসি ৩, বার্সেলোনা ৫, লেভান্তে ০

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:৫৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ব্যালন ডি’অরের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় এবার জায়গা পাননি লিওনেল মেসি। উয়েফার বর্ষসেরা কিংবা ফিফার দ্য বেস্ট খেতাবটাও জিততে পারেননি। সম্প্রতি কিংবদন্তি পেলের মুখে নিজের স্কিল নিয়ে তাচ্ছিল্যও শুনেছেন। তবে ওসবের জবাব মুখে নয়, মাঠের পারফরম্যান্স দিয়েই দিচ্ছেন আর্জেন্টাইন খুদে জাদুকর। রোববার রাতে স্প্যানিশ লা লিগায় লেভান্তের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন মেসি। শুধু তাই নয়, দলের হয়ে বাকি দুটি গোলেও সরাসরি অবদান রেখেছেন তিনি। তাতে প্রতিপক্ষের মাঠে ৫-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা।

গত মে’তে টানা ৩৬ ম্যাচ অজেয় থেকে লেভান্তের মাঠে খেলতে গিয়েছিল বার্সা। কিন্তু ৫-৪ গোলের অপ্রত্যাশিত হার জুটে তাদের কপালে। ওই ম্যাচে মেসি ছিলেন না, তাকে বিশ্রামে রেখেছিলেন কোচ আর্নেস্তো ভালভার্দে। এবার লেভান্তে হারে হারে টের পেল মেসিকে নিয়ে কতটা শক্তিশালী বার্সা।

৩৫ মিনিটেই এগিয়ে যায় বার্সা। মেসির অ্যাসিস্টে গোল করেন লুইস সুয়ারেজ। বিরতির আগমুহূর্তে ব্যবধানটা দ্বিগুণ হয়ে যায় বার্সার। সার্জিও বুটসকেটসের সহায়তায় লেভান্তের জালে বল জড়ান মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোলের দেখা পান আর্জেন্টাইন সুপারস্টার। এরপর ৬০তম মিনিটে আর্তুরো ভিদালের অ্যাসিস্টে পূর্ণ করে লা লিগার ৩১তম হ্যাটট্রিক। 

চলতি মৌসুমে লা লিগায় মেসির গোল দাঁড়াল ১৪টি। অ্যাসিস্ট ১০টি। গোল আর অ্যাসিস্টে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবার আগে দুই অংকের ঘরে পৌঁছেছেন তিনি। বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে তাই বলেছেন, ‘আমি জানি না কীভাবে মেসিকে বর্ণনা করব।’

গত শনিবার বার্সার সাবেক মিডফিল্ডার জাভি বলেছিলেন, ‘আমি হলে প্রতিবছর মেসিকে ব্যালন ডি’অর দিতাম।’ প্রতি মৌসুমে আর্জেন্টাইন তারকার ধরাবাহিক পারফরম্যান্সের কারণেই হয়ত কথাটা বলেছেন তিনি। লেভান্তের বিপক্ষে গোলের মধ্য দিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে চলতি বছরে মেসির গোল দাঁড়িয়েছে ৫০টি। গত আট মৌসুমেই ৫০ কিংবা তার চেয়ে বেশি গোল করার কৃতিত্ব দেখালেন তিনি।

ম্যাজিকাল মেসিতে লা লিগার শীর্ষ স্থানটাও অক্ষুণ্ন থাকল বার্সার। ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সেভিয়া, একইদিন যারা জিরোনাকে ২-০ গোলে পরাজিত করেছে। 

(ঢাকাটাইমস/১৭ ডিসেম্বর/এবিএ)