ফখরুলের পোস্টার সাঁটাতে বাধা, সংঘর্ষ

ঠাকুরগাঁও প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৮, ১১:৪২

ঠাকুরগাঁওয়ে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী পোস্টার সাঁটানো নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের পোঁস্টার সাঁটাতে বাধা দিলে এ সংঘর্ষ বাধে বলে অভিযোগ করেছে বিএনপি। তবে তাদের এ অভিযোগ অস্বীকার করে স্থানীয় আওয়ামী লীগ বলছে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে বিএনপি। রবিবার রাত ৮টার দিকে রহিমানপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আবু সায়েম পরাগ গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সদর উপজেলা রহিমানপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আবু সায়েম পরাগ স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পোস্টার সাঁটাতে যায়। এ সময় একই এলাকার যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বাঁধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিত-ার এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আবু সায়েম পরাগ গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

আহত আবু সায়েম পরাগ বলেন,‘ বিএনপি প্রার্থী মির্জা ফখরুলের নির্বাচনী পোস্টার সাঁটাতে গেলে যুবলীগ ও ছাত্রলীগ বাঁধা দেয়। পরে পোস্টার লাগাতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আমার মাথা ফেঁটে যায়।’

ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা বিষয়টি অস্বীকার করে বলেন, নির্বাচনে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর জন্য যুবলীগ ও ছাত্রলীগের নাম ব্যবহার করছেন বিএনপি নেতা-কর্মীরা। আমরা বিএনপি প্রার্থীর পোস্টার লাগানোর বিষয়ে কোনো বাঁধা দেইনি। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে। ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু বলেন, আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা আমাদের প্রার্থীর প্রচার-প্রচারণায় প্রতিদিন হামলা ও বাধা দিচ্ছে। প্রশাসনকে জানালেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষ এড়াতে আমরা সতর্ক রয়েছি। ঢাকা টাইমস/১৭ডিসেম্বর/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

এই বিভাগের সব খবর

শিরোনাম :