দুল হারানোয় কলহ, স্ত্রী-সন্তানদের মেরে স্বামীর আত্মহত্যা

চাঁদপুর প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:১৪ | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:০৬

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে এক বাড়ি থেকে স্বামী-স্ত্রীসহ তাদের দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর কানের দুল হারানো নিয়ে স্বামী-স্ত্রীর কলহের পর স্বামী তার দুই সন্তান ও স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবার জানিয়েছে।

নিহতরা হলেন, স্ত্রী ফাতেমা আক্তার (২৫), কন্যা মিথিলা ফারজানা (৫) পুত্র সিয়াম (১) ও স্বামী মো. মাইনুদ্দিন (৩০)। চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করেছে।

রবিবার গভীর রাতে ওই ইউনিয়নের দেবপুর গ্রামের সরদার বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিন সরদার বাড়ীর মিয়াজী সরদারের ছেলে। তিনি চট্টগ্রামে একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন বলে জানা গেছে।

নিহত মাইনুদ্দিনের মা ফিরোজা বেগম জানান, গত কয়েকদিন আগে মাইনুদ্দিনের স্ত্রীর কানের দুল হারিয়ে যায়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাধে। এরপরে মাইনুদ্দিন চট্টগ্রাম তার কর্মস্থলে চলে যায়। স্ত্রীকে তার বাবা এসে মতলব দক্ষিণ উপজেলার করবন্দ গ্রামে বাবার বাড়িতে নিয়ে যায়। স্ত্রী কেন শ্বশুর বাড়ীতে চলে গেছে এ নিয়েও মাইনুদ্দিন ও তার স্ত্রীর মোবাইল ফোনে বাকবিত-া বাধে।

সোমবার ভোর ৪টার দিকে মাইনুদ্দিনের আরেক বড় ভাই জসিম উদ্দিন মালয়েশিয়া থেকে তার মা ফিরোজা বেগমকে মোবাইল ফোনে বলেন, মাঈনুদ্দিন তার ফেসবুকে লিখেছে তিনি মরে যাবেন। তার কবর ঠিক করার জন্য এবং স্ত্রী, সন্তানদের ভিডিও করে ফেইসবুকে আপলোড দেয়। জসিম তার মা ও ভাইকে তার ঘরে গিয়ে খোজ নেওয়ার জন্য বলেন।

পরে মা ফিরোজা বেগম ও ভাই কালাম সরদার ঘরে গিয়ে দরজা খুলে প্রথমে দুই শিশুকে লেপের নিচে মৃত পড়ে থাকতে দেখেন। মাইনুদ্দিনকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পান। তারা চিকৎকার করলে বাড়ির লোকজন আসে এবং পরে খোঁজাখুঁজি করে বাড়ির পুকুরে খুঁটির মধ্যে ফাতেমার লাশ বাধা অবস্থায় দেখেন। ধারণা করা হচ্ছে ফাতেমাকে বিষপান করিয়ে হত্যা করা হয়েছে।

ঘটনার পর চাঁদপুরে পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন জানান, মরদেহগুলোর সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ মূহুর্তে হত্যার কারণ বলা যাচ্ছে না। তদন্ত শেষে ঘটনার রহস্য উদঘাটন হবে।

ঢাকা টাইমস/১৭ডিসেম্বর/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :