কলাপাড়ায় আ.লীগে বিএনপির ৫০ নেতা

এস কে রঞ্জন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৭:১৯

পটুয়াখালী-৪ (কলাপাড়া ও গলাচিপার আংশিক) আসনে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন ৫০ জনেরও বেশি নেতা-কর্মী। সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নীলগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড (হাজিপুর গ্রামের) বিএনপির সভাপতি মতিউর রহমান শাহ এর নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ভোটের প্রচার শুরুর পর থেকে বিএনপির দুই হাজারেরও বেশি কর্মী ও সমর্থক আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বিএনপি থেকে আসা রাজনৈতিক কর্মীরা জানান, তারা নৌকা প্রতীকের প্রার্থী মহিব্বুর রহমান মহিবের পক্ষে কাজ করছেন। আর এ জন্য আনুষ্ঠানিকভাবে তার দলে যোগ দিয়েছেন।

আওয়ামী লীগে আসা মতিউর রহমান শাহ বলেন, ‘গত ১০ বছরে কলাপাড়াসহ সমগ্র দেশে আওয়ামী লীগ ব্যাপক উন্নয়ন করেছে। পাশাপাশি দলটি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে চলছে। এতে আকৃষ্ট হয়ে আওয়ামী লীগে যোগদান করেছি। এই সিদ্ধান্ত নৈতিক বিবেচনায়; কোন চাপ বা প্রভাবিত না হয়ে।’

কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান বলেন, ‘গত ১১ ডিসেম্বর থেকে কলাপাড়ার দুটি পৌরসভা, ১২টি ইউনিয়ন এবং রাঙ্গাবালী উপজেলায় নৌকা মার্কার প্রচার প্রচারণা চলাকালীন বিএনপির কমপক্ষে দুই হাজার নেতা-কর্মী ও সমর্থক আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আরো অপেক্ষমান বহু জন। এরা সকলেই উন্নয়ন রাজনীতিতে আকৃষ্ট হয়ে নৌকা মার্কার প্রার্থীকে জয়যুক্ত করার জন্য কাজ করছেন।’

যোগদান অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস এস রাকিবুল আহসান, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ প্রমখ উপস্থিত ছিলেন।

এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবেই পরিচিত। ১৯৯১ সাল থেকে প্রতিটি নির্বাচনেই নৌকা মার্কার প্রার্থীরা জিতে এসেছেন। এবার ক্ষমতাসীন দলের প্রার্থী মহিব্বুর রহমান মহিব। আর ধানের শীষ নিয়ে লড়ছেন এ বি এ মোশাররফ হোসেন।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :