চাঁদপুর-২

অবরুদ্ধ করে রাখার অভিযোগ বিএনপি প্রার্থীর

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৭:২৮

পুলিশি নিরাপত্তার নামে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ করেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর- দক্ষিণ) আসনে বিএনপির প্রার্থী জালাল উদ্দিন। এই অবস্থার পরিবর্তন না হলে তিনি কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছেন।

সোমবার দুপুরে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

জালাল উদ্দিন বলেন, ‘আমি মতলবের গণমানুষের কথা জাতির কাছে তুলে ধরার জন্য প্রার্থী হয়েছি। মতলবের আপামর সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার জন্য বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। আমি নেতাকর্মী ও ভোটারের কাছে যেতে চাই। তাদের সুখ-দুঃখের কথা শুনতে চাই। আমাকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না পুলিশ। আমার কাছে নেতাকর্মীদের আসতে দিচ্ছে না।’

ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘দেশ আমাকে অনেক দিয়েছে, এখন দেশকে দেয়ার পালা। আমি জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক সম্মান কুড়িয়েছি।’

তিনি অভিযোগ করে বলেন, ‘নিজ জন্মভূমিতে আসার পথে আমার বাড়িবহরে ও নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। আমার অনেক নেতাকর্মী আহত হয়েছে। আজকের দিন পর্যন্ত নারী কর্মীসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।’

মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি আহসানুল হক ফটিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতু পরিচালনায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :