সংলাপে এলেন না মিনু-বাদশা

ব্যুরো প্রধান, রাজশাহী
| আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৫২ | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৪

রাজশাহী-২ (সদর) আসনের প্রার্থীদের নিয়ে আয়োজিত নাগরিক সংলাপে এলেন না বড় দুই দলের দুই প্রার্থী। ‘সংলাপে নাগরিক অগ্রাধিকার’ এই স্লোগানে জাগো ফাউন্ডেশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর একটি রেস্তোরাঁয় এই সংলাপের আয়োজন করে।

সংলাপে ১৪ দল মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশা ও ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু অংশগ্রহণ করেননি। তবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এনামুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফয়সাল হোসেন উপস্থিত হন। তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আঞ্চলিক সমন্বয়কারী সুব্রত পাল ও মুরাদ মোর্শেদ। সংলাপে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংলাপে হেভিওয়েট দুই প্রার্থী না আসায় হতাশ শিক্ষার্থী এবং আয়োজকরা।

সুজনের আঞ্চলিক সমন্বয়কারী সুব্রত পাল বলেন, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকায় হয়তো দুজন প্রার্থী আসেননি। তবে সংলাপ গণতন্ত্রের জন্য খুব জরুরি। সংলাপ জবাবদিহিতা তৈরি করে। তারা এলে ভালো লাগতো।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :