ফোন ব্যবহার বন্ধ করলে লাখ ডলার পুরস্কার

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৮

স্মার্টফোনের আসক্তি দূর করতে পারলে আপনি পাবেন লাখ ডলার পুরস্কার। সম্প্রতি এই অভিনব অফার দিয়েছে খ্যাতনামা একটি প্রতিষ্ঠান।

এজন্য আপনাকে একটি প্রতিযোগিতায় অংশ নিতে হবে। প্রতিযোগিতাটির আয়োজন করেছে কোকোকোলার ভিটামিন ওয়াটার।

কীভাবে খেলবেন এই প্রতিযোগিতা?

ভিটামিন ওয়াটারের ওয়েবসাইটে গেলেই আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে জানানো হয়েছে, আপনাকে ওই প্রতিষ্ঠানকে মেনশন করে ইনস্টাগ্রাম বা টুইটারে একটি ছবি পোস্ট করতে হবে। তাতে জানাতে হবে, কেন আপনি একবছর স্মার্টফোন থেকে দূরে থাকতে চান? স্মার্টফোন ছাড়া আপনি কী করবেন? আপনার উত্তর অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অভিভূত করার মতো হতে হবে। পাশাপাশি ওই পোস্টের সঙ্গে জুড়ে দিতে হবে #nophoneforayear এবং #contest শব্দ দুটি।

এর পর আপনি আর আপনার ফোনটি এক বছরের জন্য ব্যবহার করতে পারবেন না। প্রতিষ্ঠানটির পরামর্শ, যখনই ফোন ব্যবহার করতে ইচ্ছে করবে, তখনই চোখ বন্ধ করে সংশ্লিষ্ট ভিটামিন ওয়াটারের বিষয়ে ভাবুন।

যারা অংশগ্রহণ করবেন, তাদের সঙ্গে সংস্থার একটি চুক্তি হবে। যে চুক্তি মোতাবেক স্মার্টফোন ছাড়া অন্য মোবাইল ব্যবহারের অনুমতি দেওয়া হবে প্রতিযোগীকে। এক বছরের মধ্যে স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করতে না পারলেও ডেস্কটপ ও ল্যাপটপ ব্যবহারে কোনও বাধা নেই।

কিন্তু কেউ স্মার্টফোন ব্যবহার করছেন কিনা, তার নজরদারি কীভাবে করা হবে, তা অবশ্য জানা যায়নি।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :