হামলায় আহতদের নিয়ে ইসিতে আমানপুত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৯:০৩

ঢাকা-২ আসনের বিএনপির প্রার্থী খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির প্রচারণার গাড়িবহরে হামলা হয়েছে। সোমবার সকালে সাভারের আমিনবাজারে গণসংযোগ চালানোর সময় এ হামলা হয় বলে দাবি করেছেন প্রার্থী নিজেই। এতে বেশ কয়েক জন নেতাকর্মী আহত হয়েছেন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

এদিকে হামলার পরই তিনি ভাঙা গাড়ি ও আহতদের নিয়ে সরাসরি চলে যান নির্বাচন কমিশনে। আগরাগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কাছে তিনি লিখিত অভিযোগ দেন।

অভিযোগে তিনি বলেন, ঢাকা-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী তিনি। সোমবার সাভার উপজেলার আমিনবাজারে গণসংযোগ চালাতে গেলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করে তারা। এছাড়া গাড়ি ভাঙচুর করা হয়। এতে তার অনেক নেতাকর্মী আহত হন। পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে বলেও দাবি করেছেন ইরফান।

চিঠিতে তিনি গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন ও আহত কর্মীদের সুচিকিৎসা ও ভাঙচুরকৃত গাড়ির ক্ষতিপূরণ চান।

ইরফানের অভিযোগ এরআগেও এমন হামলার ঘটনায় ইসিতে তিনি অভিযোগ করেছেন কিন্তু কোনো প্রতিকার পাননি।

ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/বিইউ/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :