চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে কে কার মুখোমুখি?

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৪২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে সোমবার। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ডাচ চ্যাম্পিয়ন অ্যাজাক্সের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ফরাসি ক্লাব লায়নের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের মুখোমুখি হবে স্পেনের ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ।

পর্তুগীজ চ্যাম্পিয়ন পোর্তো মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব রোমার। জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব লিভারপুল। ইংল্যান্ডের আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর। টটেনহ্যামের মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড। আর শ্যালকের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। আগামী ১২-১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম লেগের খেলা। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে কে কার মুখোমুখি?

শ্যালকে বনাম ম্যানচেস্টার সিটি

অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম জুভেন্টাস

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম প্যারিস সেইন্ট-জার্মেই

টটেনহ্যাম বনাম বরুশিয়া ডর্টমুন্ড

লায়ন বনাম বার্সেলোনা

রোমা বনাম পোর্তো

অ্যাজাক্স বনাম রিয়াল মাদ্রিদ

লিভারপুল বনাম বায়ার্ন মিউনিখ

(ঢাকাটাইমস/১৭ ডিসেম্বর/এসইউএল)